বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পিছিয়ে পড়াদের উন্নয়নে কাজ করছে সরকার রাসিক মেয়র

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:১৮ এএম

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৫জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির চেক তুলে দেন সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ক্ষেত্রেও বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ কাউন্সিলর রজব আলী, কাউন্সিলর আব্দুল মোমিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়র‘র একান্ত সচিব মো. আলমগীর কবির, রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো. আশিকুজ্জামান, সমাজসেবা কার্যালয় রাজশাহী জেলার সহকারী পরিচালক ড. আব্দুল্লাহ আল ফিরোজ প্রমুখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন