বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রস্তাবিত লেদার পার্কের স্থান পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাজশাহীতে ১০০ একর জায়গার উপর গড়ে উঠতে যাওয়া প্রস্তাবিত লেদার (চামড়া) শিল্প পার্কের জন্য পবার হরিয়ান ও পুঠিয়ার বেলপুকুরে জায়গা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল দুপুরে জায়গা পরিদর্শন করে। এ সময় আশা প্রকাশ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, লেদার শিল্প পার্কটি প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ আরো বৃদ্ধি পাবে। মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্প পার্কটির কাজ দ্রুত বাস্তবায়নে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান, স্টেট অফিসার ওয়েসকুরোনী, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান আলী, এর আগে মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিসিক শিল্প নগরী-২ এর জায়গাও পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন