ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১টায় উপজেলার কাকনহাটি গ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটকের পরপরই তাকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে।
শাহ নুরুল কবীর বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ২০০১ সালে ময়মনসিংহ-৮ আসন (ঈশ্বরগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবির জানান, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ঈশ্বরগঞ্জ থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় শাহ নুরুল কবীর শাহীন কে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন