একজন বিনোদন তারকার সাফল্যের প্রকৃত স্বীকৃতিই হচ্ছে তার জনপ্রিয়তা আর খ্যাতি। কিন্তু এমন একটা সময় আসে এই জনপ্রিয়তা আর খ্যাতি তার বিড়ম্বনার কারণে পরিণত হয়। অভিনেতা জর্জ ক্লুনির ধারণা তিনি এমন অবস্থায়ই পড়েছেন। জর্জ ক্লুনি মনে করেন সংবাদ মাধ্যমের অতি-আগ্রহের কারণ তার কখনও কখনও শ্বাস বন্ধ হয়ে যাবার মত অবস্থা হয়। তবে এই খ্যাতিকে তিনি বিশ্বব্যাপী অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে লড়ার মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে এই বিড়ম্বনা কাটাবার চেষ্টা করেন।
৫৪ বছর বয়সী হলিউডের এই অভিনেতা ২০১৪ সালে আইনজীবী আমাল আলামুদ্দিনকে বিয়ে করার পর তার প্রতি মিডিয়ার আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়।
“খ্যাতিতে কিছু আকর্ষণীয় উপাদান আছে, তবে সব সময় ক্যামেরা যদি আপনাকে অনুসরণ করে তাহলে তা কখনও কখনও শ্বাসরুদ্ধকর মনে হতে পারে,” ক্লুনি গণহত্যা প্রতিরোধ বিষয়ে এক সম্মেলনে বলেন।
“আমার মনে হল আমি যদি সে সব জায়গায় যাই আর ক্যামেরাকে আমাকে অনুসরণ করতে বাধ্য করি তাহলে সেসব মানুষ যারা এসব বিপজ্জনক কাজে কঠিন পরিশ্রম করে যাচ্ছে তাদের প্রচেষ্টা কয়েকগুণ কার্যকরী করা যেতে পারে,” তিনি আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন