টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জিকে প্রায় মাস খানেক আগে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃত পাওয়া গেছে। কেউ বলছে তিনি আত্মহত্যা করেছেন আবার কেউ বলেছে তার মৃত্যুর জন্য তার প্রেমিক রাহুল রাজ সিংই দায়ী। তার মৃত্যু বা আত্মহত্যা রহস্য নিয়ে এখনও আলোচনা চলছে। আর অন্যদিকে তার মৃত্যু আর জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ চলছে।
কয়েকটি সূত্র জানিয়েছে একটি প্রডাকশন হাউস প্রত্যুষা ব্যানার্জিকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। আন্ধেরির একটি স্টুডিওতে এই চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
তানিশা সিং চলচ্চিত্রটিতে জীবনী ভিত্তিক চলচ্চিত্রটিতে প্রত্যুষার ভূমিকায় অভিনয় করতে পারেন। এখনও প্রযোজনা সংস্থার সঙ্গে তার আলাপ চলছে। তানিশা একাধিক তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মুকেশ নারায়ণ চলচ্চিত্রটি পরিচালনা করবেন। শ্রাবণ রাঘব প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন। রাহুলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আছে। রাহুল গ্রেফতার হবার পর সম্প্রতি জামিন পেয়েছেন। আগামী মাস থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন