শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজাপুরে যৌথ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজাপুর ( ঝালকাঠি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১:০২ পিএম

ঝালকাঠির রাজাপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুলাল সরদার (৪১) ও নাসির হাওলাদার ওরফে পাইপ নাসির (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।দুলাল উপজেলার উত্তর সাউথপুর গ্রামের মৃত তানজের আলী সরদারের ছেলে ও নাসির উপজেলা পরিষদের পিছনে বাড়ি মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, গতকাল সোমবার (৮ অক্টোবর) রাতে উপজেলার সাউথপুর সেতু এলাকা থেকে প্রথমে দুলালকে আটক করে র‌্যাব। এ সময় দুলালের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর দুলালের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা পরিষদের পেছনে হাওলাদার বাড়ি থেকে নাসিরকে আটক করে পুলিশ।এ ঘটনায় সোমবার রাতেই র‌্যাব-৮ এর ডিএডি মো. জহিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। রাজাপুর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, 'আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আজ মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে তাদেরকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।' প্রেরক ঃ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Selina ২২ অক্টোবর, ২০১৮, ৩:২৪ এএম says : 0
It is the best time to make a few plans for the long run ....
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন