ঝালকাঠির-১ (রাজাপুর-কাঁঠালিয়) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বজলুল হক হারুনের পক্ষে ঝালকাঠির রাজাপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। ২৬ নভেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুব এর কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম খলিফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি জুলফিকার আলী, উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী নাজনিন পাখি, ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, মোস্তফা কামাল সিকদার, আনোয়ার হোসেন মৃধা মজিবর, মজিবুল হক মৃধা প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন