ঝালকাঠির রাজাপুরে ৩৫ বছর ৯ মাস পলাতক ডাকাতি মামলার ৭ বছর সাজাপ্রাপ্ত এজাহারভুক্ত আসামী উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি গ্রামের মৃত মোন্তাজ খানের পুত্র আব্দুর রশিদ খান (৬৫)।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রশিদকে নিজ বাড়ি হাইলাকাঠি থেকে গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রশিদকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।রাজাপুর থানার ওয়ারেন্ট তামিলকারী এস আই রফিকুল ইসলাম জানান- উপজেলার উত্তমপুর গ্রামের সোহরাব হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় ১৯৮৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজাপুর থানায় জিআর ৩৩/৮৩ নংধারা৩৮৫,৩৯৭ ডাকাতি মামলা দায়ের করে, অন্যান্য আসামীরা সাজা খেটে বের হলে ও রশিদ পলাতক থাকে। এরপর দশ বছর ভারতে পালিয়ে থাকার পর দেশে এসে ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করছিল রশিদ। গত তিনদিন আগে বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।রাজাপুর থানায় রশিদ বলেন, 'গত পঁয়ত্রিশ বছরে একদিনের জন্যেও নিশ্চিতে ঘুমাতে পারিনি। সবসময় পুলিশের আতঙ্কে দিন কাটত। প্রায় ৩৬ বছরের মধ্যে পুলিশের হাত থেকে বাঁচতে ভারতে ছিলাম দশ বছর।ডাকাতি ঘটনার দিন আব্দুল মোতালেব ডাকাত সদস্য নিহত হয়। রাজাপুর থানা পরিদর্শক (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, 'জিজ্ঞাসাবাদে রশিদ খোলাখুলি সব কথা বলেছে। গত পঁয়ত্রিশ বছর সে মানুষিক যন্ত্রণায় ভুগেছে। তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।'
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন