শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাজাপুরে সার চুরির প্রতিবাদ করায় হত্যার হুমকি

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় আইএফএমসি কৃষক মাঠ স্কুলের সরকারি সার চুরির প্রতিবাদ করায় কৃষক প্রশিক্ষক আলমগীর শরীফকে হত্যার হুমকি ও কৃষক মাঠ স্কুল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার রাজাপুর থানা ও উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক প্রশিক্ষক আলমগীর শরীফ। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০৩/১০/১৬ইং তারিখে দুজন কৃষকের জন্য কৃষি অফিস থেকে বরাদ্দকৃত ৩০ কেজি সার চুরি করে সাতুরিয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে আঃ রাজ্জাক। বিষয়টি জানতে পেরে ওই সার উদ্ধারের চেষ্টা শুরু করলে কথাকাটাকাটির একপযায়ে দুই ঘণ্টা পর শিক্ষার্থী নাজমা বেগমের মাধ্যমে সেই সার রাজ্জাক ফেরত দিতে বাধ্য হয়। পরে এ ঘটনার জের ধরে জামায়াত কর্মী রাজ্জাক তার সহযোগী লিটু ও কালামকে নিয়ে এসে কৃষক প্রশিক্ষণ আলমগীর শরীফকে হত্যার হুমকি ও স্কুল বন্ধ করার হুমকি দেয় এবং আওয়ামী লীগ সরকারের পক্ষে কোনো কথা বলতে নিষেধ করে। এ ছাড়া কৃষক মাঠ স্কুলে এলে তাকে ও তার সহকর্মী মনিরা ইয়াসমিনকে হাত-পা কেটে বস্তায় ভরে পাঠিয়ে দেবে বলে মনিরার মোবাইলে হুমকি দেয় রাজ্জাক। ইতোপূর্বেও সন্ত্রাসী লিটু সাতুরিয়া ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি হুমায়ন কবিরসহ একাধিক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। এই চক্রটি কাউখালীসহ বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, মোটরসাইকেল চুরি করে আসছে। ইতোমধ্যে দুটি অটোরিকশাও উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। ওই এলাকায় এরা মদ, গাঁজা ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। রাজাপুর থানার এসআই আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন