স্টাফ রিপোর্টার : অভিনেতা হওয়ার আগে নাটকের নেপথ্যে কাজ করেছেন আরফান আহমেদ। প্রায় একশো’টি নাটকের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন তিনি। তবে কখনোই ইচ্ছে হয়নি পরিচালক হিসেবে কাজ করার। এবার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নির্মাণ করেছেন টেলিফিল্ম। নাম ‘সে কথা গোপন ছিলো’। এটি রচনা করেছেন আচার্য্য তাপস। আগামী শুক্রবার চ্যানেল আইতে বিকেল ৩টায় এটি প্রচার হবে। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু, নাদিয়া আফরিন মিম ও আরফান আহমেদ নিজে। আরফান আহমেদ বলেন, ‘অনেক আগে থেকেই আমি নাটক লিখতাম। অভিনয়ও করি নিয়মিত। এই সময়ে এসে কেন যেন মনে হলো পরিচালক হিসেবেও আমার একটি পরিচয় থাকা দরকার। ভবিষ্যতে যদি আমাকে নাটক নির্মাণ করতে হয় তাহলে সেটা অবশ্যই এখন থেকে চর্চা থাকা জরুরি। প্রথম পরিচালনায় ভালো একটি কাজ দাঁড় করানোর চেষ্টা করেছি। উল্লেখ্য, আরফান আহমেদ অভিনীত প্রথম নাটক ছিলো শামসুদ্দোহা তালুকদার প্রযোজিত ‘পুরস্কার’। এটি ১৯৯৫ সালে বিটিভিতে প্রচার হয়। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিলো ১৯৯৬ সালে ‘আকালি’। তার লেখা প্রথম নাটক নির্মাণ করেন সকাল আহমেদ। এটি এনটিভিতে প্রচার হয়। আরফান আহমেদ অভিনীত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘ভিলেজ ইঞ্জিনিয়ার’ আরটিভিতে, আল হাজেন পরিচালিত ‘লড়াই’ বাংলাভিশনে, ‘অলসপুর’ আরটিভিতে, রায়হান খান পরিচালিত ‘অর্কিড’ চ্যানেল আইতে নিয়মিত প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন