শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাবর পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ডাদেশ, তারেক হারিছসহ ১৭ জনের যাবজ্জীবন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:২৩ পিএম | আপডেট : ১২:৫৯ পিএম, ১০ অক্টোবর, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলায় রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরীসহ আরও ১৭জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। অন্যান্য আরও ১১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
আজ বেলা ১২টার কিছু আগে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দুপুর বারোটার কিছু আগে আদালতে রায় পড়া শুরু হয়। এর আগে বিশেষ নিরাপত্তায় সকালে ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে অভিযুক্ত ৩১ আসামিকে হাজির করা হয়। আদালতের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী ও অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
১০ অক্টোবর, ২০১৮, ১:১৭ পিএম says : 0
এই রায়ে দেশের 95% খুশি এবং যত তাড়াতাড়ি সম্ভব আসামৗদের শাস্তি কাযকর করতে হবে.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন