দিনাজপুরের বিরলে বিস্ফোরক মামলার পলাতক আসামী বিএনপির ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, আটক নুর ইসলাম গত ২৬ সেপ্টেম্বর বিস্ফোরকদ্রব্য আইনে বিরল থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামী ছিল। গত ১০ অক্টোবর ভোর ৪ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বনগাঁ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নুর ইসলামের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে নুর ইসলামের স্বজনরা দাবী করে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুর ইসলাম কে বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়নি। তাঁকে গত ৯ অক্টোবর দুপুর দুই টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ পরিচয়ে সাদা পোষাকধারী একদল লোক তুলে নিয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে গভীর রাতে জানতে পারি বিরল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন