নিজের দল ওয়ার্কার্স পার্টি বর্গা দিয়ে নৌকায় চড়ে মন্ত্রী হয়েছেন। নিজের কমিউনিস্ট আদর্শ সিকেয় তুলে রেখে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির চর্চায় মরিয়া সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগে শুনেছি জমি ও গরু বর্গা দেয়া হয়, এখন দেখছি দল বর্গা দেয়ার জন্য ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর কাছে বিএনপি ধর্ণা দিচ্ছে। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া অসুস্থ নির্মাণ শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অবশ্য তিনি নিজের দল বর্গা দেয়া সম্পর্কে কোনো মন্তব্য করেননি। অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ১৭ জন নির্মাণ শ্রমিককে ৭ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেয়া হয়।
রাশেদ খান মেনন বলেন, বিএনপির মত বড় একটি দল অথচ তারা দলে কোনো নেতা খুঁজে পাচ্ছে না। যে বি. চৌধুরী আমাদের সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, বলেছে- বিএনপির কোনো বেল নেই। ক্ষমতায় যাওয়ার জন্য তাকেই এখন শক্তি মনে করছেন তিনি। জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐক্যের নামে শয়তানে শয়তানে জোট হচ্ছে। এ দেশে শয়তানদের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না।
ইনসাবের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. এ. এম. এম আনিসুল আউয়াল, ডা. ওয়াজেদুল ইসলাম খান, জি. এম দেলোয়ার হোসেন, মোঃ সাহেব আলী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন