শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

পুলিশের ব্যারিকেড ভেঙে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ৩:০৭ পিএম

ছবি-এস এ মাসুম


পুলিশের কঠোর ব্যারিকেড ভেঙে সচিবালয়ের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় জোটের কয়েকজন আহত সামান্য আহত হলেও কেউ গ্রেফতার হননি।

সরকারের স্বৈরতান্ত্রিক দুঃশাসন-জুলুম-লুটপাটের প্রতিবাদে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ বেলা বারোটার দিকে সমাবেশ শুরু করে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের বজরুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ এখানে বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটার দিকে জোটের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে পল্টন হয়ে সচিবালয়ের সামনে আসে। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে দু’জায়গায় কঠোর ব্যারিকেড দেয়া। তবে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে ব্যারিকেড ভাঙ্গতে ছুটে আসে। এসময় পুলিশ বাম জোটের নেতাকর্মীদের বাধা দিতে চেষ্টা করে। এত বাম জোটের কয়েকজন নেতাকর্মী আহত হন।

তবে জোটের নেতাকর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষুদ্ধ হয়ে আরো সামনের দিকে যেতে থাকে। বেশ কিছুক্ষণ চলে পুলিশের সাথে বাম জোটের নেতাকর্মীদের ধাক্কাধাকি। তারা সচিবালয়ের ৫ নং গেটের সামনে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনে দিকে অগ্রসর হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছুটে যান। তাদের ফিরিয়ে ৫ নং গেটের সামনে সমবেত করেন। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক নতুন কর্মসূচি দেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতির কাছে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান।
এর আগে ২৩ অক্টোবর সারা সারা দেশে গণঅবস্থান কর্মসূচি করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন