বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। গত বৃহস্পতিবার তাকে রাজধানীর আজগর আলী হাসাপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে। অবস্থার কোনো পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার অ্যাপেলো হাসপাতালে আনা হয়। সেখানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, গত শনিবার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন। অমিত তার বাবার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।#
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন