রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন সফরে যাচ্ছেন ইমরান খান

আলোচনা করবেন অর্থনৈতিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিন দিনের রাষ্ট্রীয় সফরে ৩ নভেম্বর চীন যাচ্ছেন। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ইমরান অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পগুলো নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ৫ নভেম্বর সাংহাইয়ে চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতেও অংশ নেবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা হবে ইমরানের তৃতীয় বিদেশ সফর। সেপ্টেম্বরে তিনি সউদী আরব ও আরব আমিরাত সফর করেন।
চলতি মাসের গোড়ার দিকে পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও জিং রয়টার্সকে বলেন যে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সরকার পরিবর্তনের যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে বেইজিংয়ের কোন আপত্তি নেই।
পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিআরআই প্রকল্পগুলোর জন্য একটি রোডম্যাপ তৈরিতে নিশ্চিতভাবে তাদের এজেন্ডা অনুসরণ করা হবে।
সূত্র : এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন