শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইমরান খানকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া আটকে দিল হাইকোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১১:৪৬ এএম

তোষাখানা মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যানের পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দেয়া আটকে দিয়েছে লাহোর হাইকোর্ট। এই মামলায় ইমরান খানকে পদ থেকে সরিয়ে দেয়ার কথা ছিল দেশটির নির্বাচন কমিশনের। দলীয় কার্যালয়ে ইমরান খানকে না যেতে একটি নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে আদালত এক নির্দেশনা জারি করে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, তোষাখানা মামলার রায়ের আলোকে পিটিআই চেয়ারম্যানের পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেয়ার উদ্যোগ নির্বাচন কমিশন শুরু করে গত ৫ই ডিসেম্বর। মিথ্যা বক্তব্য ও ভুল তথ্য ঘোষণা করার জন্য সংবিধানের অনুচ্ছেদ ৬৩(১পি) ধারার অধীনে তাকে অযোগ্য ঘোষণা করে কমিশন। ১৩ই ডিসেম্বর তারা ইসলামাবাদ হাইকোর্টকে জানায় যে, পিটিআইয়ের চেয়ারম্যান থেকে ইমরান খানকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা।

ফলে ৪ঠা জানুয়ারি ইমরান খান নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন। এতে তিনি দাবি করেন যে, কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি এবং সংবিধান পরিপন্থি। এ আবেদনের ওপর বৃহস্পতিবার আদালতে শুনানিতে সভাপতিত্ব করেন বিচারক জাওয়াদ হাসান। এতে ইমরান খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার আলি জাফর। তিনি বলেন, দলীয় চেয়ারম্যানের পদ থেকে কাউকে সরিয়ে দেয়ার কর্তৃত্ব নির্বাচন কমিশনের নেই। সূত্র : ডন

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
ABU ABDULLAH ৬ জানুয়ারি, ২০২৩, ৭:১৭ পিএম says : 0
AL HAMDULILLAH
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ