শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সোহানুর রহমান সোহানের শিল্পী প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি নতুন শিল্পী তৈরির লক্ষ্যে ইনস্টিটিউট চালু করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তার সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট। চলচ্চিত্র ও নাট্যাঙ্গণের খ্যাতিমান প্রশিক্ষকদের মাধ্যমে নতুন শিল্পী বের করে আনা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি। তিনি বলেন, নাটক ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শিল্পীর সংকট রয়েছে। অনেক সময় গল্প ও চরিত্রের প্রয়োজনে আমরা অনেক শিল্পী পাই না। এটা দূর করার জন্যই ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, যথাযথ ট্রেনিংয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে অনেক সম্ভাবনাময় ছেলেমেয়ে বের হয়ে মিডিয়াতে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এখানে তাদের যথাযথভাবে শিক্ষা দেয়ার সব ব্যবস্থা করা হয়েছে। অভিনয়, নাচ, ফাইট, চলচ্চিত্র পরিচালনা ও নাটক পরিচালনাসহ নানা বিষয়ে ছয় মাসের টেকনিক্যাল ট্রেনিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। এর আগে তিনটি ব্যাচ বের হয়েছে এখান থেকে। আগামী ১ মে থেকে শুরু হতে যাচ্ছে চতুর্থ ব্যাচ। ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর বেশকিছু শিল্পীকে সোহানুর রহমান সোহান নিজেই দিচ্ছেন অভিনয়ের সুযোগ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, আমি বিশ্বাস করি নতুনদের সঠিকভাবে দিক-নির্দেশনা দেয়া হলে তাদের সুপ্ত প্রতিভা জাগাতে পারলে বাংলাদেশি মিডিয়া অনেক ভালো কিছু শিল্পী পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
শাহনূর ইসলাম শাওন ২৩ এপ্রিল, ২০১৭, ১০:৩৩ পিএম says : 0
গায়ের রং শ্যামলাবর্ণের .অভিনয় করার আর নায়ক হওয়ার সব জৌলস আছে তবে কি আমি নায়ক হতে পারবো
Total Reply(1)
এসআই শাওন ১২ জুন, ২০১৭, ১০:৫৬ পিএম says : 4
আমার গায়ের রং শ্যামবর্ণ বয়স ২১ বছর উচচতা ৫ ফিট ৬" আমার অভিনয় করার ও নায়ক হওয়ার সব জৌলস আছে তবে আমি কি নায়ক হওয়ার জন্য ট্রাই করতে পারি না জানাবেন দয়া করে*
হাসান খান ১৯ অক্টোবর, ২০১৯, ৩:০৯ এএম says : 0
আমি হাসান খান আমি সালমানশাহ ও সাকিব এর মতো হিরো হতে চাই তবে আমার যোগ্যতা দিয়ে। পেতে চাই বাংলাদেশ মানুষের ভালোবাসা আমি কি ভাবে যোগাযোগকরবো।
Total Reply(0)
হাসান খান ১৯ অক্টোবর, ২০১৯, ৩:০৯ এএম says : 0
আমি হাসান খান আমি সালমানশাহ ও সাকিব এর মতো হিরো হতে চাই তবে আমার যোগ্যতা দিয়ে। পেতে চাই বাংলাদেশ মানুষের ভালোবাসা আমি কি ভাবে যোগাযোগকরবো।
Total Reply(0)
হাসান খান ১৯ অক্টোবর, ২০১৯, ৩:০৯ এএম says : 0
আমি হাসান খান আমি সালমানশাহ ও সাকিব এর মতো হিরো হতে চাই তবে আমার যোগ্যতা দিয়ে। পেতে চাই বাংলাদেশ মানুষের ভালোবাসা আমি কি ভাবে যোগাযোগকরবো।
Total Reply(0)
হাসান খান ১৯ অক্টোবর, ২০১৯, ৩:০৯ এএম says : 0
আমি হাসান খান আমি সালমানশাহ ও সাকিব এর মতো হিরো হতে চাই তবে আমার যোগ্যতা দিয়ে। পেতে চাই বাংলাদেশ মানুষের ভালোবাসা আমি কি ভাবে যোগাযোগকরবো।
Total Reply(0)
মোঃ সুরুজ সরদার ১৯ এপ্রিল, ২০২০, ৪:১৬ এএম says : 0
সময় হলে আপনার ইনস্টিটিউটে ভর্তি হবো।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন