বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে পারফরম করার জন্য অস্ট্রেলিয়া গিয়েছে জনপ্রিয় ব্যান্ডদল সোলস। গতকাল দুই সপ্তাহের অস্ট্রেলিয়া ট্যুরে তারা গিয়েছেন। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, সিডনি, ক্যানবেরা ও মেলবোর্ন শহরে কয়েকটি কনসার্টে সংগীত পরিবেশন করবে দলটি। যাওয়ার আগে সোলসের দল প্রধান পার্থ বড়–য়া বলেন, ‘প্রায় দুই সপ্তাহের জন্য পুরো সোলস টিম অস্ট্রেলিয়া যাচ্ছে। কয়েকটি শহরে কর্নসাট করব। এছাড়া সোলসের নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে সোলস প্রকাশ করেছে নতুন গান ‘চাই চাই’। গানটি এরই মধ্যে শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলেছে। গানটির ভিডিও পার্থ বড়–য়ার ইউটিউবে দেখা যাচ্ছে। এদিকে সোলসের নতুন অ্যালবামের বেশ কয়েকটি গানের রের্কডিং সম্পন্ন হয়েছে। প্রতিমাসেই একটি করে নতুন গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন পার্থ বড়–য়া। সোলসের বর্তমান লাইনআপ পার্থ বড়ুয়া (কণ্ঠ ও গিটার), নাসিম আলী খান (কণ্ঠ), আশিক (ড্রামস), মীর মাসুম (কিবোর্ড) ও রিয়েল (বেজ গিটার)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন