মাগুরায় বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে মাগুরা শহরের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রিপন হোসেন (৪০) ও জাবেদ মৃধা (৩৫)। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপন হোসেনের মুখ, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের প্রায় ৫০-৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ফোলানোর কাজ করছিলেন বিক্রেতা রিপন। এ সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে রিপন ও জাবেদ দগ্ধ হন।
দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
মন্তব্য করুন