শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় ৪ দফা দাবিতে আইডিইবির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী হাসিনা প্রবর্তিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ৩ বছর করার শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মাগুরা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচি ডাকে সংবাদ সম্মেলন করেছে। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম। সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংগ্রাম পরিষদের আহবায়ক মো. মাহাবুবুর রহমান। সংবাদ সম্মেলনে এ ধরণের স্বার্থান্বেষী চক্রান্ত থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী কারিগরি শিক্ষার সম্প্রসারণ, শিক্ষক সংকট নিরসন, ল্যাব ওয়ার্কশপ ক্লাসরুম সংকট নিরসনসহ জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন