কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে নিখোঁজের চার দিন পর নাফ নদ থেকে আবদুর রশিদ (৪০) নামে এক স্কুল দফতরির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ঊনছিপ্রাং খালের স্লুইচগেট থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুর রশিদ টেকনাফের হোয়াইক্যং আলহাজ আলী আছিয়া-স্কুলের দফতরি ও দৈংগ্যাকাটার জাফর আলমের ছেলে।
এদিকে পরিবারের দাবি, গত ১৪ অক্টোবর রাতে স্কুল দফতরি আবদুল রশিদ নিখোঁজ হন।
আলহাজ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা বলেন, স্টাফ হিসেবে তিনি খুব ভালো ছিল। তিনি চার সন্তানের জনক। তার এ ধরনের নির্মম মৃত্যু সত্যিই দুঃখজনক।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, রশিদ নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে মুঠোফোন বন্ধ থাকার কারণে কিছুই করা সম্ভব হয়নি। নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অপর একটি সূত্রের দাবি, আবদুর রশিদ সহজ-সরল ও বিশ্বস্ত থাকার কারণে অনেক রোহিঙ্গা টাকা-পয়সা তার কাছে রেখেছিল। এসব বিষয় নিয়ে তিনি নিখোঁজ ও খুন হন বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ কেউ বলতে পারছেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন