শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদারীপুরে র‌্যাবের অভিযানে ৫৪ জেলেকে জেল-জরিমানা

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পদ্মা নদীতে মা ইলিশ আহরণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৪ জন জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল- জরিমানা করেছে। শরীয়তপুরের জাজিরা থানাধীন পদ্মা নদীতে শুক্রবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ হাজার কেজি মা ইলিশ মাছ এবং ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে জেলেরা মা ইলিশ মাছ ক্রয়, বিক্রয় এবং ধরার কাজে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শরীয়তপুরের জাজিরা থানাধীন বানেরচর, বড়কান্দি, বাবুরচর, শিধারচর, কুন্ডেরচর এবং মালিরঘাট এলাকায় মা ইলিশ আহরণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৪ জন জেলেকে মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ মা ইলিশ এবং কারেন্টজাল সহ আটক করেন। এসময় মাছ ধরার ট্রলার তল্লাশি করে সর্বমোট ৪ হাজার কেজি মা ইলিশ মাছ এবং ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং বিভিন্ন নৌকা সাময়িকভাবে নষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ। এসময় জেলা মৎস অফিসার বিশ্বজিৎ বৈরাগী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে ৪৮ জনকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ২ জনকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট এর সম্মুখে উদ্ধারকৃত মাছ মাদ্রাসা ও ইয়াতীম খানায় বিতরন করা হয় এবং উদ্ধারকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট এর উপস্থিতিতে জন সম্মুখে ধ্বংস করা হয় এবং স্পিডবোট সমূহ জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন