দুই গায়িকা সোনা মহাপাত্র আর শ্বেতা পণ্ডিত তাকে ‘পিডোফাইল’ (শিশুদের যৌন নিপীড়নকারী) এবং যৌন নিপীড়নকারী বলে আখ্যায়িত করেছে। এরপরই ‘ইন্ডিয়ান আইডল’ রিয়েলিটি শোয়ের ১০ম মৌসুম থেকে বাদ পড়েছেন সঙ্গীত পরিচালক-গায়ক আনু মালিক। ‘ইন্ডিয়ান আইডল’ অনুষ্ঠানের প্রচারকারী চ্যানেল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এক আনুষ্ঠানিক ভাষ্যে বলেছে : “আনু মালিক আর ‘ইন্ডিয়ান আইডল’ অনুষ্ঠানের জুরি প্যানেলের অংশ হিসেবে থাকছেন না। অনুষ্ঠানটি নির্ধারিত সময়েই শুরু হবে আর আমরা ‘ইন্ডিয়ান আইডল’ ১০ম মৌসুমে ভারতীয় সঙ্গীত জগতের শীর্ষ ব্যক্তিত্বদের বিশাল দাদলানি আর নেহা কাক্কারের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাব।” ইতোপূর্বে সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিত জানান, ১৯৯০ দশকে তাদের কৈশোরে মালিক তাদের সঙ্গে বেশ কয়েকবার যৌন অসদাচরণ করেছিলেন। মালিক অবশ্য এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। “আমার মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ জোরের সঙ্গে অস্বীকার করা হচ্ছে কারণ এগুলো ভুয়া আর ভিত্তিহীন। আমার মক্কেল #মিটু আন্দোলনকে সমীহ করেন তবে এই আন্দোলন দিয়ে কারও চরিত্র ধ্বংস করা একটি মন্দ মিশন,” মালিকের আইনজীবী জুলফিকার মেমন বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন