শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিত হাসান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চলচ্চিত্রে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন অমিত হাসান। একের পর এক নতুন নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। এখন একসঙ্গে নতুন পাঁচটি চলচ্চিত্রে অভিনয়ের সাথে যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্রগুলো হচ্ছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’, শামীম আহমেদ রনির ‘শাহেনশাহ’, উত্তম আকাশের ‘বয়ফ্রেন্ড’, আবুল কালাম আজাদের ‘ও মাই ডার্লিং’ ও টুকুর ‘জনতার নায়ক’। প্রতিটি চলচ্চিত্রেই অমিত হাসানকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। ‘একটু প্রেম দরকার’র একজন নেতার চরিত্রে অভিনয় করছেন তিনি, যা চলচ্চিত্রটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। অমিত জানান, এই চলচ্চিত্রের মতোই অন্যান্য চলচ্চিত্রগুলোতেও তার চরিত্র গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমার পেশাই অভিনয়। সারাজীবন ক্যামেরার সামনে দাঁড়িয়েই অভিনয় করে যেতে চাই। অভিনয় করে বিগত তিন দশক ধরে দর্শকের যে ভালোবাসা পাচ্ছি তাতে ধন্য আমি। দর্শকের ভালোবাসার মাঝেই আমি আজীবন বেঁচে থাকতে চাই। আর আগামী দিনের পথচলায় চলচ্চিত্র পরিবারের সহযোগিতা চাই, চাই সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা। একজন শিল্পী সবার সহযোগিতাতেই নিজেকে পরিপূর্ণ করে তুলতে পারেন। আমিও ঠিক তাই চাই।’ উল্লেখ্য, ১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মধ্যদিয়ে টাঙ্গাইলের ছেলে অমিত হাসানের চলচ্চিত্রের সাথে সম্পৃক্ততা ঘটে। ১৯৯০ সালের তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চেতনা’ মুক্তি পায়। এটি নির্মাণ করেছিলেন ছটকু আহমেদ। ‘চেতনা’তে অমিত হাসানের বিপরীতে ছিলেন হাসি। এ হিসেবে পেশাগতভাবে চলচ্চিত্রে অমিত হাসানের পথচলা ২৮ বছর। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘উজান ভাটি’, ‘শেষ ঠিকানা’, ‘আত্মসাৎ’, ‘আত্মত্যাগ’, ‘তুমি শুধু তুমি’, ‘জিদ্দী’, ‘ভালোবাসার ঘর’, ‘হিংসা’ ‘জ্যোতি’ ও ‘ভুলোনা আমায়’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন