শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দাবানল প্রতিরোধে ছাগল বাহিনী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম


আগুন বা দাবানল নিয়ন্ত্রণের বিষয়টি মূলত দমকল বাহিনীর সাথেই সম্পর্কিত। কিন্তু পর্তুগাল সরকার নিয়েছে ভিন্ন উদ্যোগ। দেশটিতে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে ছাগল বাহিনী। এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ দাবানলে পর্তুগালের পর্বতগুলো প্রতি বছর হুমকির মুখে পড়ে। এ অবস্থা থেকে বাঁচতে প্রাকৃতিক এবং স্বল্পব্যয়ী দাবানল প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে ছাগল ব্যবহৃত হবে। জানা গেছে, এই ছাগল বাহিনীতে ৩৭০টি ছাগল যুক্ত করা হয়েছে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে শুরুতে এরাই দাবানল প্রতিরোধ করবে। তারা পর্তুগালের এক বন থেকে অন্য বনে ছড়িয়ে পড়বে এবং সেখানকার ছোট ঘাস-লতাপাতা সবকিছুই খাবে। ফলে দ্রততার সাথে আগুন ছড়াতে পারবে না। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। এ সম্পর্কে পর্তুগালের প্রকৃতি ও বন সংরক্ষণ ইনস্টিটিউটের প্রধান অ্যান্তোনিও বোর্জেস বলেন, এটা সবচেয়ে প্রাকৃতিক ও স্বল্পব্যয়ী পদ্ধতি। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন