শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নিল বাট্টে সান্নাটা

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আগ্রার পটভ‚মিতে একজন মা আর তার মেয়েকে নিয়ে এই গল্প। নিম্নবিত্ত কর্মজীবী নারী চান্দা সাহে (স্বরা ভাস্কর)। মহানগরে ঝিয়ের কাজ করে সে সংসার চালায়। দশম শ্রেণী উৎরাতে পারেনি। তবে তার স্বপ্ন এখনও মরেনি। সে চায় তার মেয়ে অপেক্ষা ওরফে অপুকে (রিয়া শুক্লা) দিয়ে তার সেই শিক্ষিত হবার স্বপ্ন পূরণ করবে। কিন্তু অপুর তেমন পড়াশোনায় আকর্ষণ নেই। সে জানে তার পড়া চালাবার জন্য মাকে কী পরিমাণ পরিশ্রম করতে হয়। তার বিশ্বাস বড়লোকের ছেলেমেয়েরাই শুধু পড়াশোনা করে বড় হতে পারে। কাজের মেয়ের কন্যা কাজের মেয়েই হবে, তারা কেই ডাক্তার বা প্রকৌশলী হতে পারে না। পড়াশোনায় তার তেমন মনোযোগ আসে না। গণিতে তার দুর্বলতা দেখে চান্দা তার জন্য এমনটি টিউশনের ব্যবস্থাও করে দেয়। কিন্তু অপু যেন শেষ বেঞ্চে বসে শেষ দিকের ছাত্র হয়েই সুখি। মা-মেয়ের এমন মানসিকতার কথা জানতে পারে এক মানবিক চিকিৎসক (রতœা পাঠক শাহ) যার বাসায় চান্দা কাজ করে। এই চিকিৎসক চান্দাকে আর সব মানুষের মতোই দেখে। সে এমন এক ব্যবস্থার কথা জানায় যাতে চান্দা আর তার মেয়ে একসঙ্গে পড়াশোনা করবে। কখনও তাদের একসঙ্গে স্কুলে যেতে হবে আবার কখনও চান্দার না গেলেও চলবে। এর ফলে চান্দাও বুঝতে পারবে মেয়ের ভাল না করার কারণ। আর পাশাপাশি সে নিজেও নতুন করে শিখতে পারবে। কিন্তু তার উদ্দেশ্য কি শেষ পর্যন্ত সফল হবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন