শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে অধ্যক্ষ আব্দুর রশীদের জনসভা

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ৬:১৩ পিএম | আপডেট : ২:৪৯ পিএম, ২৭ অক্টোবর, ২০১৮

সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাস স্ট্যান্ডে শুক্রবার বিকেলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নির্বাচনী জনসভা করলেন ঢাকাস্থ তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি, তেজগাঁও কলেজের প্রিন্সিপাল সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামালপুর ৪ আসনের আওয়ামী দলীয় এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশীদ। সরিষাবাড়ী বড় বাজার আরাম নগর থেকে প্রায় অর্ধ লক্ষ নারী পুরুষের কয়েকটি খণ্ড খণ্ড মিছিল নৌকার ধ্বনিতে একত্রিত হয় শিমলা বাস স্ট্যান্ডে। সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ী অনার্স কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ঐ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রশীদ বলেন,আমি এমপি হবার জন্য পাগল হই নাই, আমি পাগল হয়েছি সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণের জন্য । আমি সরিষাবাড়ীবাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারব না। তারা আমাকে এ যাবৎ যা দিয়েছে তা আমার গায়ের চামড়া বিক্রি করে দিলেও পরিশোধ হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাঠে কাজ করুন, মনোনয়ন নিয়ে আপনার চিন্তা করতে হবেনা। আমি সেই আশায় আপনাদের সাথে নিয়ে মাঠে কাজ করছি। এ সময় জনসভায় বক্তব্য রাখেন,সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, আটটি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে সমাবেশে আসার পথে লোকের ভিড়ে প্রায় অর্ধশত নারীপুরুষ আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন