বিনোদন ডেস্ক : বাবা-মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘শুধুই টুনটুনির জন্য’। রচনা ও পরিচালনা করেছেন নান্নু চৌধুরী। নির্মিত হয়েছে এসজি প্রডাকশনের ব্যানারে। ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশানে নাটকটির চিত্রায়ন করা হয়েছে। এই নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন ডিএ তায়েব, হিমি এবং টুনটুনি। ডিএ তায়েব ও টুনটুনি অভিনয় করেছেন বাবা-মেয়ের চরিত্রে। বাবা ও সন্তানের চিরন্তন মায়া-মমতার গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন