শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রতিদিনের ধারাবাহিক তুমি আসবে বলে

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : একুশে টেলিভিশনে প্রাচর শুরু হয়েছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘তুমি আসবে বলে।’ একজন নারীর একাকিত্ব এবং পারিপর্শ্বিক পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। টুকু মজনিউলের রচনা এবং লুৎফুন নাহার মৌসুমীর পরিচালনায় প্রতিদিনের ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন ঈশানা, লায়লা হাসান, শাহেদ শরীফ খান, শানু, রওনক হাসান, মানস বন্দোপধ্যায়, মুনমুন আহমেদ, নাজনীন চুমকীসহ আরও অনেকে। ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রতিদিন রাত ৯টা ৩০মিনিট প্রচার হচ্ছে। মাহিনকে ছেড়ে আমেরিকা প্রবাসী পাত্রকে নিজের স্বামী হিসেবে কোনভাবেই ভাবতে পারে না শশী। তাই হাজার প্রতিক‚লতা উপেক্ষা করে মফস্বল ছেড়ে ঢাকায় মাহিনের মেসে এসে হাজির হয় শশী। কিন্তু শশীকে প্রচÐ ভালোবাসলেও গরিব বাবা-মার বেকার সন্তান মাহিন কোনভাবেই শশীকে গ্রহণ করতে চায়নি। বাড়ি থেকে পালিয়ে আসা শশী সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাবে না। হৃদয় খÐবিখÐ নিরুপায় শশীকে বোনের বাসায় আশ্রয় দেয় পূর্ব পরিচিত উচ্ছ¡াস। কিছুদিন পর উচ্ছ¡াসের বোনের প্রস্তবে শশী বিয়ে করে উচ্ছ¡াসকে। বিয়ের পরপরই উচ্ছ¡াসের আসল পরিচয় বেড়িয়ে আসে শশীর কাছে। শশী উচ্ছ¡াসের দ্বিতীয় স্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন