শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সংশ্লিষ্ট মন্ত্রণালয় না বসলে কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে -ওসমান আলী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ২:৩৫ পিএম

সরকারের যে আইন করেছে তা পরিবহন শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। তিনি বলেন, আটটি ধারার মধ্যে জামিন অযোগ্য আইন বাতিল করতে হবে, না হলে পুরো দেশে গাড়ি চলবে না।

রোববার সকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে তিনি এ কথা জানান। তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি না বসে তাহলে এ কর্মসূচি আরও দীর্ঘায়ত করবে। ৪৮ ঘণ্টা শেষে ৯৬ ঘণ্টার ধর্মঘট চলবে। এরপর লাগাতর কর্মবিরতিতে যাবে।

তিনি অভিযোগ করেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বার বার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদের সঙ্গে বৈঠক করেনি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে গিয়েছি।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে সারাদেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন