বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ (এমজিআই) ইন্দোনেশিয়ার সরকার কর্তৃক ‘প্রিমাদুতা এ্যাওয়ার্ড ২০১৮’ এ ভূষিত হয়েছে। প্রসপেক্টিভ মার্কেট ক্যাটাগরিতে এমজিআই এই বিশেষ পুরষ্কার লাভ করেছে। হিজ এক্সিলেন্সি মিঃ জোকো উইডো প্রেসিডেন্ট, ইন্দোনেয়িশা উক্ত এ্যাওয়ার্ডটি প্রদান করেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর পক্ষ থেকে মোহাম্মদ জসীম উদ্দিন, ডেপুটি ম্যানেজার ডিরেক্টর ও তাইফ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। গত ২৪ অক্টোবর বুধবার আইসিই বিএসডি, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ৩৩তম ট্রেড এক্সপো ইন্দোনেশিয়ার (টিআইআই) উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। ৫ বছর যাবৎ বিশ্বস্ততা ও প্রতিশ্রুতি অনুযায়ী আমদানি বৃদ্ধি ও পণ্য আমদানিতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া সরকার কর্তৃক এমজিআই এর প্রতি মর্যাদার প্রতিফলন এই এ্যাওয়ার্ড এমজিআই পরিবার এই এ্যাওয়ার্ড গ্রহণ করে সত্যি গর্বিত ও নিজেদের সম্মানিত বোধ করছে এবং এর পাশাপাশি ইন্দোনেশিয়ার সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন