ময়মনসিংহে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার হয়েছেন নগর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী। মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতার আতংকে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, মাহাবুবুল আলম, শেখ আজিজ, রতন আকন্দ, তানভীরুল ইসলাম টুটুল, আনির, স্দ্দিক প্রমুখ।
আইনজীবী ফোরামের বিক্ষোভ : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনের সহ-সভাপতি আব্দুল হক ও সাধারন সম্পাদক নূরুল হকের নেতৃত্বে এ মিছিলে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজিজ টুটুল, আবুল বাসার আকন্দ, নাগরিক ঐক্যের আহবায়ক নজরুল ইসলাম, গণফোরামের সি.সহ-সভাপতি রাইহান উদ্দিন, আমিনুল হক, মামুন মাহফুজ, সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন, আবুল হাসেম বাদল, কাজী শাজাহান, হাবিবুর রহমান ভ’ইয়া, আনিছুজ্জামান, করিম চৌধুরী, আসাদুল হক, শরাফ উদ্দিন খান পাঠান, মাখন মল্লিক, সাজু, সুজন’সহ শথাধিক আইনজীবী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন