শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলবাড়ীতে ৫০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৫:৫৪ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০বোতল ফেন্সিডিলসহ হাফিজুর রহমান হেলু (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১জানুয়ারি) রাত ৯টায় উপজেলার এলুয়ারী ইউনিয়নের সরস্বতীপুর-রাধাকৃষ্ণপুর সড়কে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান হেলু উপজেলার এলুয়ারী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর (বনশমাপাড়া) গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১জানুয়ারি) রাত ৯টায় উপজেলার এলুয়ারী ইউনিয়নের সরস্বতীপুর-রাধাকৃষ্ণপুর সড়কে অবস্থান নেয় থানা পুলিশ। এসময় তল্লাশী করে হাফিজুর রহমান হেলুকে ৫০বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক এসআই জিয়া, এসআই আরিফ, এএসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হাফিজুর রহমান হেলুকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ টেবিলের ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ২; তারিখ ২/০১/২৩ইং। সোমবার (২ জানুয়ারী) দুপুরে তাকে দিনাজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন