বলিউড অভিনেত্রী আর সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে আজকাল চলচ্চিত্রে তেমন আর দেখা যায় না. তবে এখনও তিনি আলোচনায় আছেন। বিশেষ করে তার প্রেমের বিষয়টি সম্প্রতি আলোচনায় এসেছে। বেশ কিছুদিন ধরেই তাকে দিল্লির তরুণ রহমান শাওলের সঙ্গে তাকে দেখা যাচ্ছিল, কিন্তু তারা একত্রে খুব প্রকাশ্যে আসছিলেন না। কয়েকদিন আগে সুস্মিতা তার ইনস্টাগ্রাম পোস্টে রহমানের সঙ্গে আগ্রার তাজমহলে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। তাতে মনে হচ্ছে ঋত্বিক ভাসিনের সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি আবার প্রেমে পড়েছেন। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করাকে বিশেষজ্ঞরা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বীকার করে নেয়া মনে করছে। গত সপ্তাহে সুস্মিতা রহমান আর তার অন্য কয়েকজন বন্ধুকে নিয়ে তাজমহল দেখতে যান। রহমানকে অভিনেত্রীটির পাশে একটি বেঞ্চে বসা দেখা গেছে ছবিতে। ছবিগুলো পোস্ট করে তিনি এক ক্যাপশনে আভাস দিয়েছেন তিনি প্রেম করছেন। রহমান শাওলের (২৭) জন্ম দিল্লিতে এবং তিনি নিজেকে একজন ফ্রিল্যান্স মডেল হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সৃজিত মুখার্জির পরিচালনায় সুস্মিতার (৪২) শেষ ফিল্ম (বাংলা) ‘নির্বাক’ ২০১৫তে মুক্তি পেয়েছে। বলিউডে তার শেষ ফিল্ম ‘নো প্রবলেম’ মুক্তি পেয়েছে ২০১০ সালে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন