শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের ঝুলন্ত তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে অকাল মৃত্যুর শিকার হয়েছে কলেজ ছাত্রী মনিরা আক্তার। গতকাল সকালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ছাত্রী মনিরা একই গ্রামের গ্রাম পুলিশ আব্দুস সাত্তারের কন্যা।

গ্রামের ইউপি মেম্বার শামীম ভূঞা জানিয়েছেন, মনিরা মাদ্রাসা দাখিল পাশ করে শিবপুর শহীদ আসাদ কলেজে একাদশ শ্রেনীতে লেখাপড়া করতো। তাদের বাড়ীর পাশেই নরসিংদী পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন। এ লাইনের একটি তার দীর্ঘদিন ধরে ঝুলে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এলাকার লোকজন বিষয়টি সমিতি কর্তৃপক্ষকে জানালেও তারা তার অপসারনে কোনো ব্যবস্থা গ্রহন করেননি। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মনিরা বাড়ীর অদূর থেকে জ্বালানী ডালপালা সংগ্রহ করে বাড়ির দিকে রওয়ানা হয়। পথিমধ্যে ঝুলন্ত তারের সন্নিকটে পৌছলে হঠাৎ একটি ডালের ধাক্কা লেগে ঝুলে থাকা তারটি মনিরার গায়ে গিয়ে লাগে। সাথে সাথেই মনিরার শরীর ঝলসে যায়। মনিরা মাটিতে লুটিয়ে পরে প্রাণ হারায়। এ খবর ছড়িয়ে পড়ার পর সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ মনিরাদের বাড়ীতে ভীড় জমায়। মনিরার পিতা-মাতা আত্মীয়-স্বজনের আহাজারীতে উপস্থিত লোকজনের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। কার দায়িত্বহীনতার কারনে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক তারটি ঝুলে তার দায় চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান তারা। এদিকে মনিরার পিতা গরীব বলে থানায় মামলা দায়ের করতে সাহস পাচ্ছেনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন