জি টিভির একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে অভিনেত্রী রাগিণী খান্নাকে।
রাগিণী যে এই প্রথম অনুষ্ঠান উপস্থাপনা করছেন তা কিন্তু নয়। এর আগে ‘ঝলক দিখলা যা’ এবং ‘ইন্ডিয়া’জ বেস্ট ড্রামেবাজ’ রিয়েলিটি শোগুলোতে তাকে উপস্থাপকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এবার অবশ্য নিয়মিত নয় একটি বিশেষ দিনের অনুষ্ঠানে তাকে এই ভূমিকায় দেখা যাবে।
সূত্র বলেছে, “জি টিভিতে একটি বিশেষ দিনের অনুষ্ঠান উপস্থাপনা করবেন রাগিণী খান্না। আন্তর্জাতিক মা দিবসে জি টিভি তারকাদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করবে। রাগিণী এটি উপস্থাপনা করবেন।”
এই খবর নিশ্চিত করতে গিয়ে রাগিণী বলেছেন, “আমি জি টিভিতে মা দিবসের একটি অনুষ্ঠান উপস্থাপনা করব। এটি উপস্থাপনা করা মজাই হবে।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন