রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নটনন্দনের প্রশিক্ষণ কর্মশালা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

তিন মাস ব্যাপী, প্রমিত উচ্চারণ, আবৃত্তির কলাকৌশল, কন্ঠস্বর চর্চা, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা ও অভিনয় বিষয়ক কর্মশালার আয়োজন করেছে নটনন্দন-সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। এতে প্রশিক্ষণ দেবেন অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী, অধ্যাপক ড. ইসরাফিল শাহিন, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এস,এম, মহসীন, গোলাম সারোয়ার, মীর বরকত, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, ড. আইরিন পারভীন লোপা, ড. আব্দুল হালিম প্রামাণিক (সম্রাট), ফয়জুল আলম পাপ্পু ও অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ পত্র প্রদান ও নটনন্দন এ সদস্য হওয়ার সুযোগ রয়েছে এবং টেলিভিশন ও চলচ্চিত্রে যারা কাজ করতে চান তাদেরকে সহযোগিতা করা হবে। ক্লাশ হবে সপ্তাহে দুইদিন। আবেদন পত্র পাওয়া যাচ্ছে থিয়েটার কর্ণার- বেইলী রোড, চিলেকোঠা, কফি হাউজ- বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা, দেশ অ্যাটায়ার (২য় তলা, রুম নং- ১০,২৫)- আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা, প্রতি দিন নটনন্দনের টেবিলে- টি. এস. সি. ঢাকা বিশ্ববিদ্যালয়। আবেদন পত্র জমা দেওয়া ও ভর্তির শেষ তারিখ ১৫ নভেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন