ময়মনসিংহের ফুলপুরে সোমবার সকালে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ঠাকুরবাখাই নামক স্থানে অভিযান চালিয়ে ৭৭ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
জানা যায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ বদরুল আলম খাঁনের নেতৃত্বে এসআই ছায়েদুল ইসলাম ও এএসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭.৪৫ টায় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ঠাকুরবাখাই নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময়
হালুয়াঘাট থেকে ময়মনসিংহ গামী একটি সিএনজিতে অভিযান চালিয়ে কার্টুন ভর্তি ৭৭ বোতল AC Black মদের বোতলসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মফিজ উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেন। মফিজ উদ্দিন ধোবাউড়া উপজেলার কেশিয়াপাড়া গ্রামের মৃত হাছেন আলীর পুত্র।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ বদরুল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন