বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিপদ পিছু ছাড়েনি ইউএস-বাংলার!

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৭:০০ পিএম | আপডেট : ৭:৪৮ পিএম, ৫ নভেম্বর, ২০১৮

ইউএস বাংলার পিছু ছাড়ছেনা বিপদ। সোমবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ফ্লাইটে এই বিপদ সংকেতের কথা জানান যাত্রীরা।

জানাগেছে, কক্সবাজারগামী ইউএস বাংলার বিকেল ৩টার ফ্লাইটটি ৪.২৫ টায় আকাশে উড়ে। বিমানটি আকাশ উড়েই একটার পর একটা অস্বাভাবিকভাবে প্রচন্ড ঝাঁকুনি দিতে থাকে।

এতে করে য়াত্রীরা ভয়ে কাতর হয়ে গেলেও ফ্লাইট ক্রুরা মেঘ-বৃষ্টির কারণে সেই ঝাঁকুনি বলে জানান। এসময় বিমানটি ২০/ ২৫ ফুট উপরে নিচে উঠানামা করে বলেও জানান যাত্রীরা।

কক্সবাজার বিমান বন্দরে ওই ফ্লাইটের কয়েকজন যাত্রী এই প্রতিবেদককে জানান বিমানের অস্বাভাবিক ঝাঁকুনির কথা।
এসময় অনেকে দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন বলেও জানান।

ওই ফ্লাইটের য়াত্রী হাফেজ ক্বারী মাওলানা ইলিয়াছ লাহোরী বলেন, অাভ্যান্তরীণ ও ইন্টারন্যশনাল ফ্লাইটে বহু যাত্রায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। কোন সময় এরকম কোন ঘটনার সম্মূখীন হননি তিনি।
এসময় আরো কয়েজন যাত্রী তাদের ভয়ের কথা জানান। এবিষয়ে জানতে চাইলে ইউএস বাংলার একজন কর্মকর্তা বিষয়টি বোধগম্য নয় বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন