শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্টেডিয়াম শো করবে স্পাইস গার্লস

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

স্পাইস গার্লস সদস্যারা মিলিত হয়ে বিশাল স্টেডিয়াম শো করার সিদ্ধান্ত নিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার লক্ষ্যে নব্বই দশকের অতিসফল অলগার্ল ব্যান্ডটির সদস্যারা একটি ভিডিও বার্তা আগেই রেকর্ড করে। সংশ্লিষ্ট এক সূত্র এন্টারটেইনমেন্ট টুনাইটকে স্পাইস গার্লস আটটি পারফরমেন্সের এক স্টেডিয়াম ট্যুরে অংশ নেবে। ব্যান্ডের সদস্য- জেরি হর্নার, মেলানি চিসম, মেলানি ব্রাউন এবং এমা বান্টন জনাথান শোতে সাক্ষাতকার দেবার জন্যও এক হবেন। ১১ নভেম্বর প্রচারিতব্য এই অনুষ্ঠানে ব্যান্ডের অন্যতম সদস্য ভিক্টোরিয়া বেকহ্যাম (ছবিতে সবচেয়ে বামে) অংশ নেবেন না বলে জানা গেছে। ভিক্টোরিয়া এক ভাষ্যে জানিয়েছেন, তার সাবেক ব্যান্ড সঙ্গীদের প্রতি তার কোনও ক্ষোভ বা রাগ নেই। তিনি মেলানি চিসমের সঙ্গে গত শুক্রবার তোলা গ্লোবাল গালাতে তোলা একটি ছবিও সোশাল মিডিয়াতে প্রকাশ করেছেন। স্পাইস গার্লস যদি তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারে তাহলে ২০০৭ সালের ভিভা ফরেভার রিইউনিয়ন ট্যুরের পর তারা আরেকবার ট্যুরে অংশ নেবেন। তারা ২০১২’র লন্ডন অলিম্পিকসে শেষবার একসঙ্গে পারফর্ম করেছিলেন। ১৯৯৬ সালে ‘ওয়ানাবি’ গানটি দিয়ে স্পাইস গার্লস রাতারাতি বিশ্বখ্যাতি লাভ করে ফেলে, ৩৭ দেশের চার্টের শীর্ষে স্থান পায় গানটি। তারা ‘গার্ল পাওয়ার’ কথাটি বিশ্বব্যাপী বিস্তৃত করেন। তাদের অন্য দুটি বিখ্যাত গান হল- ‘স্টপ’ এবং ‘স্পাইস আপ ইওর লাইফ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন