শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় চরে আটকে গেছে ১৫টি কার্গো জাহাজ

পাবনা থেকে স্টাফ রির্পোটার: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

শুষ্ক মওসুম শুরু হওয়ার আগেই ভারতের ফারাক্কা ব্যারেজ দিয়ে ভাগরথি নদীর মাধ্যমে ভাটিতে পানি ঘুরিয়ে নেওয়ার ফলে দেশে পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। তিস্তার পানি কমে যাওয়া ও ব্রক্ষপুত্র নদেও পানির টান পড়ায় দেশের যমুনা নদীতে বড় ছোট চর জেগে উঠতে শুরু করেছে। ইতোমধ্যে জেগে উঠা চরের কারণে পাবনার বেড়া উপজেলার নাকালিয়া, পেঁচাকোলায় যমুনা নদীর চরে দুই দিন যাবৎ ১৫টি জাহাজ আটকে আছে। বেড়া উপজেলার নিকটবর্তী বাঘাবাড়ি নৌ বন্দরগামী তেলবাহী কার্গো জাহাজ আটকে আছে। এই জাহাজ চলাচলের জন্য যমুনা নদীতে গভীরতা কমপক্ষে ১০ ফুট থাকলে ৬ ফুট ড্রাফটিং জাহাজ-কার্গো, ফেরি চলাচল করতে পারে। গভীরতা কমে চর জেগে উঠা ১৫টি কার্গো জাহাজ বাঘাবাড়ী বৃহত্তর তেলের ডিপোতে আসার সময় বাঘাবাড়ীর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে যমুনা নদীর চরে আটকে আছে।
সূত্র মতে, জ্বালানী তেল, গম, সার বোঝাই কার্গো ভিড়তে না পারলে জ¦ালানী তেল, গম ও রাসায়নিক সারে সঙ্কট সৃষ্টি হতে পারে। ড্রেজিং করে যমুনা নদীর গভীরতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন