শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব বিলুপ্ত হওয়ার আশঙ্কা গ্রহাণুপুঞ্জ, রোবট ও ভাইরাসের ভয়াবহ ঝুঁকিতে বিশ্ব

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরমাণু অস্ত্র ও প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও মানবজাতিকে ধ্বংস করার জন্য এমন সব মারাত্মক ঝুঁকি কত যে রয়েছে তা অনেকেরই চিন্তার বাইরে। তারপরও মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য চিন্তা-গবেষণার অন্ত নেই। কিন্তু এটা বাস্তব আশঙ্কা বদ্ধমূল হতে চলেছে যে গ্রহাণুপুঞ্জ, রোবট এবং মারণাত্মক ভাইরাস পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব বিলুপ্ত করার ক্ষমতা রাখে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কা ব্যক্ত করেন। তাদের মতে, এর পাশাপাশি রয়েছে পরিবেশের বিপর্যয় সৃষ্টিকারী পরিবর্তন, পারমাণবিক যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল চ্যালেঞ্জেস ফাউন্ডেশন এবং গ্লোবাল প্রায়োরিটিস প্রজেক্ট তাদের এক রিপোর্টে বলেছে মানবজাতির জন্য মারাত্মক এইসব ঝুঁকির মোকাবেলায় সরকারগুলোর যথাযথ প্রস্তুতি নেই। রিপোর্টে বলা হয়েছে, বর্তমান বিশ্বে বিজ্ঞানের অগ্রগতিও নতুন নতুন মারাত্মক ঝুঁকির জন্ম দিয়েছে যার মধ্যে আছে পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং জীববিজ্ঞানের নানা কৃত্রিম কর্মকা- যার থেকে তৈরি হচ্ছে নতুন ধরনের মারণাত্মক ভাইরাস। এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব ঝুঁকির বাস্তবতা গুরুত্বের সঙ্গে নিয়ে তা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদন বলা হয়েছে, এসব ঝুঁকির কারণে বিশ্বের দশ শতাংশেরও বেশি জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। গ্লোবাল প্রায়োরিটিস প্রজেক্ট-এর পরিচালক স্টিফেন ফারখার বলছেন, বিশ্ব বাস্তবেই এসব ঝুঁকির দ্বারপ্রান্তে, এসব কিছুই হয়ত এক বছরে ঘটবে না। কিন্তু এগুলো ঘটনার আশঙ্কা খুবই বাস্তব এবং এ ধরনের বিপর্যয় আমাদের বিশ্বকে আমূল বদলে দিতে পারে। সেই বদল হবে এক ভয়ঙ্কর বিধ্বংসী পথে। এ ধরনের বিপর্যয়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সব প্রজন্মের মানুষ যায় না, তাই অনেকের এর ভয়াবহ পরিণাম উপলব্ধি করতে পারে না বলে রিপোর্টে হুঁশিয়ার করা হয়েছে। ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে লাখো মানুষ মারা গিয়েছিল উল্লেখ করে মি. ফারখার বলেছেন, ইতিহাস আমাদের দেখিয়েছে এসব আশংকা অমূলক নয়, আমরা ভাবি এসব ঘটার বাস্তব আশঙ্কা কম- কিন্তু তা সঠিক নয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী পাঁচ বছরে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি আসতে পারে গ্রহাণুপুঞ্জের আঘাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং অজ্ঞাত ঝুঁকি থেকে। ফ্রিশ এক্সামিনার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন