মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ও তিনবারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান ও সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খাঁন মজলিস মাখনকে (৬৫) নাশকতা মামলায় আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মানিকগঞ্জ শহর এলাকার শহীদ রফিক সড়ক থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি কয়েকটি নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় জামিনে রয়েছেন। সম্প্রতি তিনি কারাবাস থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক মাখনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন