ভারতীয় টিভির জনপ্রিয় অভিনেত্রী সারা খানকে আবার নাগীনের ভ‚মিকায় দেখা যাবে। এবার তিনি ইচ্ছাধারী নাগীনের ভ‚মিকায় অভিনয় করবেন সাব টিভির জনপ্রিয় সিরিয়াল ‘উও তেরি ভাবি হ্যায় পাগলে’তে। সিরিয়ালটির সূত্র জানিয়েছে, একটি একক গল্পে সারা অভিনয় করবেন। তার অংশগ্রহণের স্থায়িত্ব ১০ দিনের, তবে ক্রিয়েটিভ টিম এই সময়টি বাড়িতেও পারে।
সিরিয়ালের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “সারা এক নাগীনের ভ‚মিকায় অভিনয় করবেন। এক হাসপাতালে তার আগমন হবে। তার এই আগমন হাসপাতাল এবং কাহিনীতে বাড়তি আনন্দ যোগ করবে।”
‘উও তেরি ভাবি হ্যায় পাগলে’ সিরিয়ালে অতিথি হিসেবে নাগীনের ভ‚মিকায় অভিনয়ের জন্য অন্তর্ভুক্ত হারা বিষয়টি নিশ্চিত করতে গিয়ে সারা বলেন, “হ্যাঁ, আমি আরেকবার নাগীনের ভ‚মিকায় অভিনয় করতে যাচ্ছি। আমি এজন্য রোমাঞ্চিত। এছাড়া আমি ভক্তদের প্রতিক্রিয়াও জানতে চাই।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন