এমরান হাশমি জানিয়েছেন বাস্তব একটি চরিত্রের অভিনয় করা তার জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। অভিনেতাটিকে ‘আজহার’ চলচ্চিত্রে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের ভ‚মিকায় দেখা যাবে। তিনি জানিয়েছেন কাল্পনিক চরিত্র রূপায়নে অভিনয়শিল্পীর কিছুটা সৃজনশীল স্বাধীনতা থাকে।
“চিত্রনাট্য ছাড়া যদি আর কোনও সূত্র না থাকে তাহলে শতভাবে চরিত্র রূপায়ন করা যায়, আর তার সবগুলোই সঠিক হতে পারে। আমি আজহারের ভক্ত ছিলাম। তার জীবনের নাটকীয়তা চলচ্চিত্রের জন্য এক দারুণ অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা আমি এ ধরনের স্তরবিশিষ্ট জটিল চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ‘আজহার’ চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রের জীবনের একটি প্রধান অধ্যায় তুলে ধরা হয়েছে। এটি তার জীবন থেকে ক্রিকেটকে ছিনিয়ে নিয়েছিল,” এমরান বলেন। জানা গেছে, খেলাটির সঙ্গে এমরান যতটা সম্ভব যাতে পরিচিত হতে পারেন সেজন্য আজহার তাকে তিন মাস ধরে প্রশিক্ষণ দিয়েছেন। “গড়ের চেয়ে মন্দ খেলোয়াড় থেকে আমি এখন ভালো খেলোয়াড়ে পরিণত হয়েছি,” অভিনেতাটি আরও বলেন। আজহার কাহিনীর জন্য এমন কিছু তথ্য দিয়েছেন যা এতদিন পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছেও অজানা ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন