শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভাল অভিনয় করাই আমার লক্ষ্য -রহমত রুপু

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : বাস্তবের ঘটনার সাথে মিল থাকা ঘটনা নিয়ে নাটক করা যেমন সহজ নয়, তেমনে এসব গল্পের চরিত্রে অভিনয় করাও সহজ বিষয় নয়। একটু এদিক-সেদিক হলেই গল্প ও চরিত্র দুটোই বিশ্বাসযোগ্যতা হারায়। ফলে নির্মাতা তো বটেই, অভিনেতা-অভিনেত্রীকেও সচেতন থাকতে হয়। গাজী টিভির চলতি ধারাবাহিক ক্রাইম ফিকশন ইতোমধ্যে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে। এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা রহমত রুপু। তার বাস্তবানুগ অভিনয় ইতোমধ্যে তাকে খ্যাতি এনে দিয়েছে। রহমত রুপু বলেন, এখন কোথাও গেলে যখন দর্শকের প্রশংসা শুনি এবং তারা যখন বলেন, আপনার অভিনয় ভাল লেগেছে, তখন মনে হয় নিজের চেষ্টা সফল হয়েছে। দর্শকের সরাসরি প্রশংসা আমাকে আরো ভাল অভিনয় করার প্রেরণা যোগায়। নিজেকে দায়িত্বশীল হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। তবে এটাও সত্য, সরকারি চাকরি করার কারণে অভিনয়ে পুরোপুরি মনোযোগ দেয়া সম্ভব হয় না। পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি যতটুকু সময় পাই, সেটুকুই আন্তরিকতার সাথে কাজে লাগাতে চেষ্টা করি। তিনি বলেন, তবে আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকেই আমাকে এ ব্যাপারে উৎসাহ এবং সহযোগিতা করে থাকেন। তাদের সহযোগিতার কারণেই এখন পর্যন্ত অভিনয় করতে পারছি। রুহমত রুপু ইতোমধ্যে অনেক নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। অনেক প্রতিষ্ঠিত নির্মাতার কাজ করেছেন। এদের মধ্যে হানিফ সংকেত, মোহন খান, কায়সার আহমেদ, মনির হোসেন জীবন, জি এম সৈকত, শুভ খান উল্লেখযোগ্য। নাটকের পাশাপাশি এ পর্যন্ত এক ডজনের বেশি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এর মধ্যে রয়েছে, বাংলালিঙ্ক থ্রিজি তে মহাজনের চরিত্রে মডেল হওয়া, আরএফএল গার্ডেন চেয়ার, প্রাণ সস এর বস, সেরা ওয়েস্টার ট্যাংকসহ আরও বেশ কয়েকটি বিজ্ঞাপন। রহমত রুপু বলেন, পেশাগত কাজের পাশাপাশি যতদিন পারব অভিনয় করে যাব। দর্শকের কাজে পৌঁছার নিরন্তর চেষ্টা অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন