স্টাফ রিপোর্টার : এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে নার্গিসের অবিসংবাদিত প্রেম কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্র্মাতা নার্গিস আক্তার। সিনেমাটির স্ক্রিপ্টের কাজ এখন চলছে। নার্গিস আক্তার বলেন, অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল নজরুল ও নার্গিসের প্রেম নিয়ে সিনেমা বানাব। অবশেষে সিনেমাটির স্ক্রিপ্টের কাজ শুরু করতে পেরেছি। একই সাথে লোকেশনও দেখছি। সম্ভাব্য লোকেশন কুমিল্লার মুরাদনগর। নজরুলের ভূমিকায় কে অভিনয় করবেন, এমন প্রশ্নের জবাবে নার্গিস জানান, পরিচিত কোনো মুখ থাকবে না এটুকু বলতে পারি। এছাড়া অন্যান্য চরিত্রেও নতুন মুখ থাকবে। সিনেমাটি প্রযোজনা করছে বাঁশরী নামক একটি নজরুল সংগঠন ও বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। ঈদুল ফিতরের পরে সিনেমাটির শুটিং শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন