বিএনপি চেয়ারপার্সন বেগম খাালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি, তারেক রহমানের সাজা এবং তড়িঘড়ি করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার (৯ নভেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপি’র নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রাষ্ট্রীয় চক্রান্তে সাজা দেয়া এবং তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তফশীল ঘোষনার প্রতিবাদে সোচ্চার কন্ঠে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন