শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রায়পুরা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে

আগামী মে মাসের শেষ দিকে রায়পুরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন হায়দারকে রিটার্নিং অফিসার এবং রায়পুরা উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জসীম উদ্দীন হায়দার স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০’র বিধি ১০ অনুযায়ী রায়পুরা পৌরসভা নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী রায়পুরা পৌরসভার মেয়র, ১ হতে ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ১ হতে ৯নং ওয়ার্ডেও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতদ্বার্থে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে। প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে। সর্বশেষে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে। তফসিল অনুযায়ী ২৫ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ করা হবে বলে জারীকৃত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন